গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেডজোনে করোনায় আক্রান্ত দুই জন মারা গেছেন। এই সময়ে জেলায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।নমুনা বিবেচনায শনাক্তের হার ১০ শতাংশ।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান,গতকাল বৃহস্পতিবার ৯৯ জনের নমুনায় ১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৭৯টি নমুনায় ৭ জন ও ২০ জনের র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর সদর উপজেলার ৭ জন ও ২ জন শার্শা উপজেলার ২ জন রয়েছেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দীপাঞ্জন সাহা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত দুই জন হলেন মনিরামপুরের মৃত ওহেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৮৫) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের শহর আলীর ছেলে রওশন আলী (৮৫)। তারা দুইজনই রেডজোনের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারিপর্যন্ত জেলায় ২৪ হাজার ৯১১ জন। মৃত্যু বরণ করেছেন৫৩২ জন।
Leave a Reply