1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর আলদির সেতুটি এখন মিশুক ও অটোরিক্সার দখল দেখার কেহ নাই

মোঃ লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :
  • আপডেট: শনিবার, ২২ মে, ২০২১
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর আলদির সেতুটি এখন মিশুক ও অটোরিক্সার দখল দেখার কেহ নাই
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর আলদির সেতুটি এখন মিশুক ও অটোরিক্সার দখল দেখার কেহ নাই

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার
টঙ্গীবাড়ীর আলদির সেতুটি এখন মিশুক ও অটোরিক্সার দখলে। এর ফলে প্রতি‌দিনই সিপাহীপাড়া দীঘিরপাড়ে যানবাহন চলাচলে বড় ধরণের সমস্যা দেখা দিয়েছে।

আর এ সব কারণে এ সড়কে সারাক্ষণই যানজট লেগেই থাকে। এ পরিস্থিতি এখানে বিদ্যমান থাকায় মাঝেমধ্যে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছে। ইতোমথ্যে এ পরিস্থিতির কারণে এখানে প্রাণহানীর ঘটনা ঘটেছে। তারপরেও এখানে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না।

সেতু ও এপ্রোচ সড়কে যাত্রী উঠানামাতে মিশুক ও অটোরিক্সাগুলো এলোপাতাড়িতে সমস্যার সৃষ্টি করে। সাধারণত সেতুর উত্তর দিকে এ পরিস্থিতি সবচেয়ে বেশি। স‌রোজমি‌নে গি‌য়ে দেথা যায় যে ,দুই জন
দুইজন লাইন ম‌্যান থাক‌লে ও মিশুক ও অটোরিক্সার যানজট সারা‌নো তো দু‌রের কথা তাহা‌দের নিরাধা‌রিত ১০ টাকা আদায়দের জন‌্য সময় বি‌ধি ব‌্যস্ত থা‌কেন প্রায় সময় ।তাই এখানে নিয়ম নীতি না থাকায় মিশুক ও অটোরিক্সার চালকরা বেপরোয়া হয়ে উঠেছে।

তাই যাত্রী সাধারন টঙ্গীবাড়ীর আলদির সেতুটি এখন মিশুক ও অটোরিক্সার দখলে। মুক্তির জন‌্য প্রশাস‌নের হস্তক্ষেপ কামনা ক‌রেছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira