কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে ‘ভক্ত নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২ টার দিকে কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এই ‘ভক্ত নিবাস’ উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস।
শত বছরের পুরনো এই মন্দিরে ধর্ম মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সহায়তায় ১৪ লক্ষ ৩৬৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই ‘ভক্ত নিবাস’। এর আগে সকাল ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি শ্রী পবিত্র শংকর চ্যাটার্জী (কাজল)’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সমর কুমার ঘোষ।
এছাড়া মৃণাল চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বাসু দেব নাথ ও ঢাকা আবাসিক প্রকল্প প্রকৌশলি ফয়েল আলম রনি।
Leave a Reply