মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে আজ ১৫ই জানুয়ারী রোজ শনিবার মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে এড. সুজন হায়দার জনি ও সাধারণ সম্পাদক পদে সাব্বির হোসাইন জাকির নির্বাচিত হয়েছেন।
মুন্সীগঞ্জের ৬২ টি সাংস্কৃতিক সংগঠনের ৩ জন প্রতিনিধি করে মোট ১৮৬ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রয়োগ করে। এতে ১৮৬ মোট ভোটারের মধ্যে ভোট কাস্ট হয় ১৮৫ টি বাতিল হয় ৩ টি। সভাপতি পদে এডভোকেট সুজন হায়দার জনি ৯৪ ভোটে বিজয়ী হন এবং তার বিপরিত প্রার্থী জাহাঙ্গীর আলম ঢালি পেয়েছেন ৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে সাব্বির হোসাইন জাকির ১১১টি ভোট পেয়ে বিজয়ী হন এবং তার বিপরিত প্রার্থী গবিন্দ হালদার পেয়েছেন ৭১ ভোট।
Leave a Reply