আজ১৯\০৪\২০২২ ( মঙ্গলবার ) মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর কুমার উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে স্কুল প্রঙ্গনে মোঃ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল আহম্মেদ বিল্পব ।মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টার মনিরউজ্জামান শরীফের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশ সভায় আরো বক্তব্য রাখেন মইনুল করিম নান্টু, আনোয়ার হোসেন মুক্তার, হামিদা খাতুন, এডঃ নাছিমা আক্তার, অভিজিৎ দাস ববি, বাবু সমর ঘোষ, নাছির উদ্দীন উজ্জ্বল,নিরঞ্জন সাহা আশিক, তুর্য, মামুন মিয়া, নাজির হোসেন, মিয়া মাহবুব আলম, জাহাঙ্গীর আলম অপু, হৃদয় মন্ডল, আলাউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও ধর্মীয় আলোকে মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়ে জোর প্রদান করে বক্তাগণ বক্তব্য রাখেন। এছাড়াও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply