মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের শায়জা বাদ নিবাসী মাদু সিকাদার রের বড় ছেলে শামুছুল সিকদার বয়স ( ৫৫ ) আজ ৩০শে জুলাই ( শনি বার) নিজ বাস ভবনে ইন্তেকাল করনে ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ রাত ৯ঘটিকার সময় শায়জাবাদ মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনু্ষ্টিত হবে। মরহুম নামাজে জানাজা শেষে তাকে শায়জাবাদ কবরস্হানে দাফন করা হবে । তার সংসারে স্ত্রী, তিন ছেলে , সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
Leave a Reply