আধুনিকায়ন বিশ্বে সময়ের পালা বদলে,মানুষের সময় জ্ঞান মাথায় রেখেই নতুন প্রজন্মের এক বিপ্লবি পরিবর্তনের লক্ষে স্মার্ট লয়ার লিঃ(ল-ফার্ম) হয়ে উঠেছে সহজ ও দ্রুত তম একটি মাধ্যম।এতে দেশের যে কোন প্রান্ত থেকে নিতে পারছে দক্ষ আইনজীবীর তথ্যভিক্তক পরামর্শ। পরীক্ষা মুলক পর্যবেক্ষণ থেকে জানা গেছে যে হসপিটালে যেমন মানুষ নানা রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য ভিড় জমায়,তেমনি অধিকাংশ মানুষ অধিক সময় ও কর্মব্যস্ততার মাঝেও স্মার্ট লয়ার লিঃ(ল-ফার্ম)এর মাধ্যমে দেশ তথা বিদেশ থেকে নিতে পারছে আইনী পরামর্শ।
ইতি মধ্যে অনেকেই এই প্লাটফর্ম থেকে সেবা নিয়ে সন্তুষ্ট হয়েছেন বলে নিশ্চিত করেন প্রতিষ্ঠানে সি.ই.ও। তিনি আরো বলেন এই প্লাটফর্ম টির মাধ্যমে গ্রাহক সেবার পাশাপাশি, সমুদয় আইনজীবী পরিবার কে ও সম্মানিত করা হয়েছে,এই পরিবর্তনে মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রাহকদের আগ্রহের পরিপেক্ষিতে দেশের জন্য বিশেষ অবদান রাখবে বলে আশা করছেন গুনিজনরাও।
Leave a Reply