বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের চকরিয়ায় উপজেলার শাহারবিল ইউনিয়নে মাতামুহুরী নদীর পানিতে ডুবে এক শিশু কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার চার ঘন্টার পর মেলে শিশু কিশোরীর লাশ। মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর চকরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকাল সাড়ে ৩টার দিকে ওই শিশু কিশোরীর মরদেহ উদ্ধার করে। শাহারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড রামপুর মাতব্বর পাড়ার মোরশেদ আলমের মেয়ে শাকি জান্নাত (১২)।
শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পার্শ্ববর্তী মাতামহুরী নদীতে গোসল করতে নামে শাকি। পরে শাকি বাড়িতে না ফেরায় শাকির মা অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার সাথে গোসল করতে যাওয়া অপর এক শিশু শাকি পানিতে ডুবে গেছে বিষয়টি বলার পর স্থানীয় লোকজন জাল দিয়ে শাকির খোঁজ নিতে থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে তিনটার দিকে শিশুর মরদেহ উদ্ধার করেন।
Leave a Reply