রংপুরের কাউনিয়ার হারাগাছে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আব্দুল লতিফ ভুট্টু (৫০) নামের এক বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর হারাগাছ পৌরসভার একটি গ্রাম থেকে ওই বাবুর্চিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারী বাবার বাড়িতে বসবাস করেন।
শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ঝড়ের সময় নিজ ঘরে শুয়ে ছিলেন ভুক্তভোগী। আর এ সুযোগে আব্দুল লতিফ ভুট্টু ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল লতিফ ভুট্টুকে গ্রেফতার করে।
Leave a Reply