মার্চ ১৭ বুধবার , ২০২১ “বঙ্গবন্ধুর জন্ম দিন-শিশুর জীবন করো রঙিণ” শীর্ষক প্রতিপাদ্যকে অবলম্বন করে বাউফলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ এবং উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বেলা ১০ টায় বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরের স্বাধীনতা মঞ্চে স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশাল এক কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জন্ম দিনের কর্মসূচী শুরু করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কেকে কেটে শিশুদের কেক খাইয়ে দেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকপাত করেন। এরপর শিশুদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মোতালেব হাওলাদার, মোশারফ হোসেন খানঁ, মাই টিভি বাউফল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সেক্রেটারি অহিদুজ্জান ডিউক, পল্লী বিদ্যুতের ডিজিএম একে আযাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বাউফল থানা ( ওসি)
মোঃ মোস্তাফিজুর রহমান এবং প্রধান অতিথি আ.স.ম. ফিরোজ।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি আ.স.ম. ফিরোজ
দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠনসহ অন্যান্য কর্মসূচীও পালন করা হয়েছে।
Leave a Reply