বাংলাদেশ ঐক্য প্রবাসী ফেডারেশন মালয়েশিয়া শাখার অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।(৮ নভেম্বর) সোমবার বেলা ১২ টায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান শিক্ষক জালাল উদ্দীন এর সভাপতিত্বে মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস,এম সাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বালুচর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শামীম আহমেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ঐক্য প্রবাসী ফেডারেশন মালয়েশিয়া শাখার সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানিয়েছেন তাদের এ কার্যক্রম বছরব্যাপী চলমান থাকবে।
Leave a Reply