লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী ইউনিয়ন এর উপরমারা গ্রামে অবৈধ কারেন্ট জাল জব্দ। পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন উপর মারা গ্রামে অবৈধ ভাবে কারেন্ট জাল তৈরীর উপকরণ জব্দসহ পুড়িয়ে ফেলেন, এবং এক লক্ষ দশ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয ফেলেন, এবং কারেন্ট জাল তৈরির উপকরণ প্রায় ৬৮ কেজির মতো জব্দ করে পাটগ্রাম ভূমি সহকারী কমিশনার জনাব রুবেল রানা ও পাটগ্রাম মৎস্য অফিসার মোহাম্মদ দিন ইসলাম, এই অভিযান পরিচালনা করেন ।
এই বিষয়টি বিশ্বস্ত সূত্রে জানতে পেরে পাটগ্রাম বুড়িমারী ইউনিয়ন উপরমারা গ্রামে কতিপয় জেলে কারেন্ট জাল সহ কারেন্ট জালের উপকরণ বিক্রিসহ আমদানি করে আসছেন যেটা আইনত দননীয় অপরাধ’ বাংলাদেশ সরকারের জেলেদের মৎস্য আইন ১৯৫০ এর ৪ ক ধারা এবং ৫ এর ২ এর ক ধারায় প্রায় দুই জনকে ৮ হাজার ৫০০ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসার জনাব দীন ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেন, তিনি বলেন এ বিষয়ে যেহেতু বর্ষা মৌসুম সেহতু মাছের রেনু পোনা ছাড়ার সময় সেহেতু এই সময় মাছ ধরা ও বিপণন করা সম্পূর্ণ নিষেধ , তাই ভবিষ্যতে যেন এই ধরনের কোন কাজ কেউ করতে না পারে সেদিকে আমরা সব সময় নজর রাখবো, এবং সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে ।
Leave a Reply