মুন্সীজেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং এ আজ রবি বার বাদ আছর বাঘিয়া বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্টিত হয় ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী মিলাদ মাহফিলের অনুষ্টান টি বার্ষিক ব্যবস্হপনায় ছিলেন যশলং ৭নং ওয়ার্ডরে জাতীয়তাবাদী সেচ্চাসেবক দল নেতা ও কর্মী বৃন্দ ।
মাহফিল শেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া করা হয় । মিলাদ টি পরিচালনা করেন বাঘিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন যশলং ইউনিয়নের ৭নংওয়ার্ডের জাতীয়তাকাদী দল ,সেচ্ছাসেবক দল,শ্রমিক দল ,ছাত্র দলের নেতা ও কর্মীরা ।
Leave a Reply