যশোর ৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন শপথ নিবো হাতে হাতে, আমরা আছি আওয়ামী লীগে। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী। তার প্রমাণ আজকের মা বোনদের উপস্থিতি। বুধবার বাঘারপাড়ায় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঘারপাড়া উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে সামনে আহবায়ক সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগার আলী, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি নাজমা ইমাম, নাসিমা বেগম, মাহমুদা হক বেবী, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন আফরোজ লীজা, যশোর শহর যুব মহিলালীগের সভাপতি লাকী বেগম, বাঘারপাড়া উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রনি ভৌমিক, সম্পা রানী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম বাবু, মোল্যা রাসেল আহম্মেদ প্রমুখ।
Leave a Reply