চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় শিহাব নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকালে মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় রাস্তা পার হবার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। নিহত শিশু পারচৌকা এলাকার রবিউজ্জামানের ছেলে। স্থানীয়দের সুত্রে জানা যায়, সকালে শিশু শিহাব রাস্তা পার হবার সময় ঘাতক ট্রাকটি চাপা দেয়।
স্থানীয়রা তাৎক্ষনিক চিকিৎসার জন্য মনাকষা বাজারের সোনালী ক্লিনিকে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরোও জানায়, শিশু শিহাব ট্রাক চাপা দিয়ে পালানোর সময় একই ইউনিয়নের রানিনগর এলাকায় দুটো ছাগলকে ধাক্কা দিয়ে আরোও দ্রুত গাড়ি চালাতে থাকে।
হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে একই এলাকার চৌরাস্তার মোড়ের একটি গাছে ধাক্কা দেয়। সেখানকার লোকজন ওই বেপরোয়া ট্রাক চালক সুমন (৩২) কে আটক করেন। ট্রাকচালক ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জয়া গ্রামের শাহজাহানের ছেলে। স্থানীয়রা পরে ট্রাক চালককে মনাকষা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের হাতে সপোর্দ করে। ওসি ফরিদ হোসেন জানান, ট্রাক চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply