1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

চব্বিশের বিদায় – পঁচিশের আগমন, শুভ হোক সকলের জন্য। সবার হোক স্বপ্ন পূরণ বললেন- মোহাম্মদ নাছির উদ্দীন

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :
  • আপডেট: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
চব্বিশের বিদায় - পঁচিশের আগমন, শুভ হোক সকলের জন্য। সবার হোক স্বপ্ন পূরণ বললেন- মোহাম্মদ নাছির উদ্দীন
চব্বিশের বিদায় - পঁচিশের আগমন, শুভ হোক সকলের জন্য। সবার হোক স্বপ্ন পূরণ বললেন- মোহাম্মদ নাছির উদ্দীন

সমগ্র পৃথিবী আজ একই গননায় চলছে। ইংরেজি গননা অনুপাতে পৃথিবীর সকল মানুষের কাছে আজকে চব্বিশের বিদায়। পঁচিশের আগমন শুরু হতে চলছে। চব্বিশ মানে দুই হাজার চব্বিশ সালে আমরা কতই না আত্মীয় স্বজন হারিয়েছি। কারো মা বাবা হারিয়েছি, কারো স্ত্রী, কারো, সন্তান কন‍্যা হারিয়েছি। বিশ্বজুড়ে অসংখ্য গুণী মানুষদের মৃত্যু ঘটেছে। এভাবেই তিনশত পয়ষট্টি দিনরাত শেষ হচ্ছে আজকে।

একটি বছর যেন একটি কাল, একটি যুগ থেকে যুগান্তর। আজকে সকল ভালো ঘটনা, মন্ধ ঘটনা সবই যেন,চোখের সামনে এক পলকেই ভেসে উঠে। চলমান চব্বিশে যারা বিজয়ী হয়েছেন। বিভিন্ন প্রতিযোগিতায় বা কর্মক্ষেত্রে। তাদের জন‍্য রইল অভিনন্দন। যাদের স্বপ্ন পূরণ হয়নি বা লোকসানী হয়েছেন। তাদেরকে জানাই পঁচিশের আগাম আমন্ত্রণ। ধৈর্য্য সহকারে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান সফলতার দিকে।

ক্ষণস্থায়ী এই পৃথিবীতে হতাশ হবার কিছু নেই। কষ্ট পাবার কিছু নেই। সমগ্র পৃথিবীটা যেন রূপকথার গল্পের মতো একটা দেশ। অথবা তিন ঘন্টার একটি সিনেমা। ছবির শেষ পর্যন্ত নায়ক নায়িকা ছাড়া একসময় অনেকেই যেমন মারা যায় বিভিন্ন দৃশ্যে। এমনকি সিনেমায় নায়িকার বারবার বিয়ে হবার পরেও। বাস্তবে জানা যায়। তিনি চিরকুমারী বা আজও বাস্তবে তিনি বিয়ে করেননি।

বিশেষ করে বাংলাদেশের জন্য চব্বিশ সালটা যেন হঠাৎ করে নতুন ইতিহাসের দিকে যাত্রা শুরু করেছে। এই যাত্রার শেষ দেখার জন‍্য সকলেই ধৈর্য্য সহকারে অপেক্ষা করবেন। দেখবেন, জানবেন, বুঝবেন। কারো প্ররোচনায় পরে নিজের ক্ষতি তথা অন‍্যের ক্ষতি এমনকি জাতির ক্ষতি করবেন না আশা করি।

আপনারা অনেকেই লক্ষ্য করে দেখেছেন। আমাদের দেশে কেউ তেল বিকি করে ব‍্যবসা করছে। কেউ কিন্তু মানুষ বেচাকেনা করেও ব‍্যবসা করে যাচ্ছে। এখানে প্রতিদিন চলছে বায়ান্ন তাসের তেপান্ন খেলা। সবাই নিজের দিকে খেয়াল রাখবেন। বুঝে শুনে পদক্ষেপ নেবেন। আর একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ক্ষমা মহত্তের লক্ষণ। আমার ভুল গুলো ও সবাই ক্ষমা করে দেবেন আশা করি । সবার জন‍্য শুভকামনা রইল। আসন্ন দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা ও অভিনন্দন রইল । আগামী বছরটা হোক সকলের স্বপ্ন পূরণের বছর। এসো পঁচিশ এসো,আশা জাগানিয়া পূরণে স্বপ্ন পূরণে, সবার জন্য কল‍্যাণকর হয়ে এসো…।

সবার কল্যাণ ও শান্তি কামনায়-
মোহাম্মদ নাছির উদ্দীন
প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংগঠনিক সম্পাদক
বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira