২২ নভেম্বর ২০২৪ইং (শুক্রবার) স্থানীয় কৈবল্যধাম নবাব বাড়ি রেস্টুরেন্টের (২য় তলা) চট্টগ্রাম সিএমপি আকবরশাহ থানা বিএনপি’র সেচ্ছাসেবক দলের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণের গুরুত্ব ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-বিএনপি’র সেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আকবরশাহ থানা কমিটির আহবায়ক হাসান মাহমুদ। আরো উপস্থিত ছিলেন- সেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর কমিটি মৎস্য বিষয়ক সম্পাদক মো: হান্নান সহ আরো অনেকে।
এসময় হাসান মসহমুদ বলেন- মাদক নিয়ন্ত্রণের গুরুত্ব এবং এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে।
এবিষয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী হাসান মাহমুদ সাংবাদিকদের কে আরো বলেন- ১) মাদক নিয়ন্ত্রণের গুরুত্ব:মাদক আমাদের সমাজে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। মাদক নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। ২) সাংবাদিকদের ভূমিকা: সাংবাদিকদের মাধ্যমে মাদক বিরোধী প্রচারণা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে মাদক বিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন এসোসিয়েশন (বিজেডিএ)’র কার্য্যনির্বাহী কমিটি সভাপতি মাহমুদুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক মো: আবদুস সামাদ রুবেল ও প্রতিষ্ঠাতা উপদেষ্টা পরিষদের মো: মনির হোসেন, মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল, মো: বিল্লাল হোসেন।
বিজেডিএ’র কার্য্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো: রেজাউল করিম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো: আশিফুজ্জামান সারাফাত, প্রচার সম্পাদক মো: নুর নবী সহ মো: ওমর ফারুক, মোবারক হোসেন সহ বিজেডিএ’র সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাদক নিয়ন্ত্রণের গুরুত্ব ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply