চকরিয়া মাতামুহুরি নদীর মৌলবীরচর পয়েন্টে মুমিনুল হক তানবি( ৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চকরিয়া পৌরসভার ২নং এহসানুল হকের ছেলে। শিশু তানবি সমবয়সী রায়হানকে নিয়ে মৌলবীরচর পয়েন্টে খেলতে গেলে শিশু তানবি পানিতে পড়ে যায়।
মৎস্যজীবি সমিতির সভাপতি আলী আসগর জানান, প্রথমে নদীেত জাল মেরে তাকে উদ্ধার করার চেষ্টা করা হয়। কিন্তু পাওয়া না যাওয়ায় নদীর ভাটার জন্য অপেক্ষা করা হয়। যেখানে সে নদীতে পড়ে যায় সেখানে শিশুর লাশ ভেঁশে উঠে। সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। চকরিয়া ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল করিম শিশুটির নদীতে পড়ে যাওয়া এবং উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply