কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মো. শাহজাহান (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার ১৩ আগস্ট দুপুর হ১২টার দিকে উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামে বাড়ির রান্না ঘরের বাতি লাগানোর সময় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. শাহজাহান ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উলুবনিয়া গ্রামের মো. আলতাজের ছেলে। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, এদিন দুপুর ১২টার দিকে বাড়ির রান্নাঘরের বাতি লাগানোর সময় শাহজাহান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply