অদ্য ৩০/০৭/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রামু থানাধীন কক্সবাজার টু চট্টগ্রামগামী মহাসড়কস্থ রামু ফুটবল চত্বর সংলগ্ন নির্মানাধীন রেলক্রসিংব্রীজের নিচে পাকা রাস্তার উপর হতে গ্রেফতারকৃত আসামী
১। মনজুর আলম (৪৪), পিতা-ফৌজুল কবির, সাং-ছোট ঢেমশা (০৬ নং ওয়ার্ড), থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ২৫,০০০ (পঁচিশ হাজার) পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
Leave a Reply