কক্সবাজার পর্যটন নগরীতে “লাবিবা এক্সপ্রেস” নামে নতুন এক পরিবহন কাউন্টারের শুভ উদ্বোধন হয়।
১৯মার্চ বিকাল ৪ ঘটিকায় কক্সবাজার বিমান বন্দর রোডের মুখে গ্রনীভেলী কমপ্লেক্সের ইউনিক কাউন্টারের পাশে লাবিবা এক্সপ্রেস পরিবহনের কাউন্টার শুভ উদ্বোধন হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীনভেলী কমপ্লেক্সে এর স্বত্বাধিকারী রোটারীয়ান এস এম নজরুল ইসলাম, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলার চেয়ারম্যান সাংবাদিক এস এম ছৈয়দ উল্লাহ আজাদ
অনলাইন দ্বীপ টিভির জেলা প্রতিনিধি ও সভাপতি (জাপমাস) সদর উপজেলা ডাঃ এম, রমিজ উদ্দীন,ঝাউতলাস্থ ইউনিক কাউন্টার এ জি এম মোঃ আবদুর রহিম, বিশিষ্ট ইলেকট্রিশিয়ান আবদু রহিম বাবুল, লাবিবা এক্সপ্রেস কাউন্টার ম্যানেজার সালা উদ্দীন প্রমূখ।
Leave a Reply