একটি সেতু বদলে দিতে পারে বাড়ৈখালী মানুষের জীবনযাত্রা অথচ এমন একটি জনগুরুত্বপূর্ন সেতু নির্মান হচ্ছে না বছরের পর বছর। আর কত দিন অপেক্ষা করতে হবে সেতুটির জন্য তা জানা নাই কারো। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানুষ চলা-চলের সেতু না থাকায় জনদুর্ভোগ পড়েছে এলাকার সাধারণ মানুষ।
সেতু হয়ে গেলে পণ্য সরবারহে ভাড়া লাগবে কম। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেলিম চেয়ারম্যানের বাড়ি হতে দক্ষিণ হাটি কাটের পুল, পুল পার হয়ে মৃত জালাল ডাক্তারের বাড়ি হয়ে শরীফের মুদি দোকান পর্যন্ত রাস্তা। সেই রাস্তার চলাচলে দূর্বিসহ হয়ে। সাথে সেতু না থাকায় এতে করে গন্তব্যে পৌছাতে সময় লাগে বেশি। সেতু না থাকায় অনেক সময় মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় বলে জানা যায়।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম তালুকদার বলেন, সেতুটি জন্য আবেদন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা করা হবে। ক্যাপশনঃ বাড়ৈখালী ইউনিয়নের সেতুটি না থাকায় জনদুর্ভোগ চরমে।
Leave a Reply