অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর মাস্ক বিতরণ করোনাভাইরাস সংক্রমণ রোধে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, প্রেসক্লাবের যুগ্মসম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক এস জেড মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, ছাত্রলীগ নেতা রাজ, প্রেসক্লাবের সদস্য রুবেল হোসেন, রিপানুল ইসলাম, রবিউল ইসলাম বিশ্বাস, শফিকুল ইসলাম পিকুলসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অভয়নগরবাসীর মধ্যে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। করোনা সংক্রমণ রোধে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
Leave a Reply