ক্যান্সার নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরেই বহু পরীক্ষা-নিরীক্ষা করে আসছে। অবশেষে সাফল্যের দেখা পেলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। রেকটাল ক্যানসার (মলদ্বারের ক্যানসার) চিকিৎসায় ওষুধ আবিষ্কার করে এমনি সফলতা পেয়েছেন তারা। এর মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেল চিকিৎসা বিজ্ঞান।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গবেষণাগারে তৈরি মলিকিউলস সমৃদ্ধ ডোসটারলিমাব নামের এক ওষুধ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেন ক্যানসারে আক্রান্ত ১৮ জন রোগী।
প্রতিটা রোগীকে প্রায় ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ পরপর পরীক্ষামূলকভাবে এই ওষুধ সেবন করতে দেওয়া হয়। ট্রায়াল শেষে সবাইকে অবাক করে দিয়ে তাদের শরীর থেকে নির্মূল হয়ে গেছে ক্যান্সার। ওষুধটি প্রয়োগের পর তাদের কারো শরীরেই টিউমারের অস্তিত্ব ছিল না। ক্যান্সারের চিকিৎসায় ওষুধ প্রয়োগে শতভাগ সাফল্য এবারই প্রথম।
Leave a Reply